Tollywood Resolution: কেউ ছাড়তে চান সিগারেট কেউ বা নেগেটিভিটি,নতুন বছরে স্বস্তিকা,পরম,ঋতদের রেজোলিউশন কী?

Updated : Jan 02, 2025 18:39
|
Editorji News Desk

আরও একটা নতুন বছর, নতুন শুরু। মন্দ-ভাল, গ্লানি, প্রেম-বিচ্ছেদ মিলিয়ে মিশিয়ে একটা বছর বিদায় নিয়েছে। একটা গোটা বছর কী কম সময়? পুরোনো বছর থেকে শিক্ষা নিয়ে, নতুন বছরে সেসব শুধরে নিতে হয়। কমবেশি সকলেরই নতুন বছরে একটা বা একগুচ্ছ রেজোলিউশন থাকে। যদিও বছর শেষে সেসব কতটা মানা সম্ভব হয়, তা তো সময় বলবে। 


বচ্ছরকার দিনে টলিপাড়ার তারারা কোন রেজোলিউশন নিয়ে বছর শুরু করলেন? কেউ বা ভাবছেন নিজেকে ভালবাসবেন, কেউ বলছেন সিগারেট ছোঁবেন না আর। তা কে কোন শপথ নিলেন? 

 

টলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), তাঁর মুখে কোনও রাখ-ঢাক থাকে না কখনই। নিজের শর্তে বাঁচার রেজোলিউশন তাঁর বছরভরই থাকে। তবে নতুন বছরে তিনি একটি কড়া রেজোলিউশন নিয়েছেন। সংবাদ প্রতিদিনকে, অভিনেত্রী জানিয়েছেন তাঁর মাসিক রেজোলিউশনই নিউইয়ার রেজোলিউশন হয়ে গিয়েছে। স্বস্তিকা ঠিক করেছেন ২৫ সালে সিগারেটটা তিনি একেবারে ছেড়ে দেবেন। যদিও আগের বছর ৫ মাস ধূমপান বন্ধ রেখেছিলেন তিনি, তারপর আবার যেই কে সেই হয়ে যায়। ভেবেছিলেন ডিসেম্বরে নিজের জন্মদিন অর্থাৎ ১৩ তারিখেই শেষ সিগারেট খাবেন তিনি, কিন্তু সেইটেও গড়িয়েছে ২৫ ডিসেম্বর অবধি। তবে নতুন বছরে আর সিগারেট খাবেন না, এমনটাই শপথ স্বস্তিকার। 

 

প্রাক্তনের পথেই নতুন বছরে হাঁটতে চান পরমব্রতও। ওই সংবাদ মাধ্যমকেই অভিনেতা জানিয়েছেন, চব্বিশ সালে সিগারেট ছেড়েছিলেন পরম, তবে নেশা উঠলে টান দিতেন ইলেক্ট্রনিক সিগারেটে। কিন্তু ২৫ সালে, সেটিও ছেড়ে দিতে চান পরমব্রত। আর নতুন নতুন চরিত্রে কাজ করতে চান বলেও জানিয়েছেন। 

 

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য। ছোটপর্দার পাশাপাশি, বড়পর্দা ওয়েবেও তাঁর অবাধ বিচরণ। রোহনের রেজোলিউশন কী? এর উত্তরে আজকালকে অভিনেতা জানান, তিনি এই রেজোলিউশন বিশ্বাসী নন। তবে নতুন বছরে প্রত্যেকটাদিন আগের দিনের থেকে নিজেকে একটু ভাল করে তোলার চেষ্টা করবেন অভিনেতা। শরীর, মন, চেতনা, আধ্যাত্মিকতা— সব দিক থেকেই। এছাড়া ভাল কাজ, পথকুকুরদের রেসকিউ করার যে কাজ তিনি করে থাকেন তা আরও ভাল করে করতে চান রোহন।  

 

চব্বিশ সাল ভরিয়ে দিয়েছে কাঞ্চন শ্রীময়ীর জীবন। একাধিক বিতর্ক বারংবার তাঁদের ঘিরে ধরলেও সেসবের তোয়াক্কা করেননি তাঁরা। এই নতুন জুটির রেজোলিউশন নতুন বছরে সমস্ত নেগেটিভিটি ধুয়ে মুছে ফেলে আরও বেশি করে পজেটিভ থাকার চেষ্টা করবেন তাঁরা। কাঞ্চন চান মেয়ে এবং স্ত্রীকে আরও ভাল রাখতে। আর শ্রীময়ী ঠিক করে ফেলেছেন, নতুন বছরে রোজ জিমে যাবেন।  

 

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় মনে করেন, ওয়ান ফাইন মর্নিং উঠে সব কিছু বদলে যেতে পারে না। তাই রেজোলিউশন নিয়ে খুব একটা বিশ্বাস তাঁর নেই। তবে নতুন বছরে মুম্বই থেকে যে কাজের অফারগুলো আসছে সেগুলোতে আরও মন দেওয়ার চেষ্টা করবেন অভিনেত্রী। চেষ্টা করবেন শরীর চর্চা করারও। 


আর ঋতব্রত মুখোপাধ্যায়ের রেজোলিউশন, বন্ধু, আত্মীয় স্বজন, সকলের সঙ্গে আরও বেঁধে বেঁধে থাকা। আরও ভাল ভাল কাজ করা। 


সময় এগোবে সময়ের মতো করে। আরও কত শপথ নিতে হবে, কত শপথ না চাইতেও ভেঙে যাবে। জীবন কিন্তু থেমে থাকবে না। ফের ঘিষেপিটে কেটে যাবে একটা বছর। এডিটরজির তরফে নতুন বছরের শুভেচ্ছা রইল। 

Tollywood

Recommended For You

editorji | বিনোদন

Dev-Rukmini : নতুন বছরে বড় ঘোষণা দেবের, চমক দিলেন রুক্মিণীও, তবে কি বিয়ে ?

editorji | বিনোদন

Armaan Weds Aashna: বছরের শুরুতেই ঘর বাঁধলেন আরমান-আশনা, রূপকথার মতো চোখ জোড়ানো ছবি ভাইরাল

editorji | বিনোদন

Jeet: নতুন বছরে আসছে 'Lion', ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে টলিউডে জিতের গর্জন

editorji | বিনোদন

Arun Roy Passes Away : নতুন বছরে থামল লড়াই, প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়, শোকপ্রকাশ দেব, কিঞ্জলের

editorji | বিনোদন

2024 Concerts: ব্রায়ান অ্যাডামস থেকে দিলজিৎ! কনসার্টে দেশের 'দিল' জিতল যারা