বছর শেষে ছক্কা হাঁকিয়েছেন বাংলার শেষ সুপারস্টার দেব (Dev)। বক্স অফিসে ‘খাদান’এর গর্জন বাপ এসেছে। ‘খাদান’এর সাফল্যের পর ফের বাংলা মাস কমার্শিয়াল ছবির ঝাঁঝ টের পেয়েছে দর্শকেরা। এরপর থেকেই প্রশ্ন উঠছে, বাপ তো এলেন, বড় পর্দায় বস ফিরবেন কবে? যদিও, প্রশ্ন তো সহজ আর উত্তরও জানা। জিৎ ফিরবেন কেন? তিনি তো স্বমহিমায় ছিলেনই। কখনও কমার্শিয়াল ছবি থেকে আস্থা হারাননি তিনি।
ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছেন বলে, যারা ভেবেছিলেন জিৎ অ্যাকশনটা ভুলে গিয়েছেন। তাঁদের তাকিয়ে থাকতে হবে ২০২৫ সালের দিকে। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে পর্দায় আসছে ‘লায়ন’, মুখ্য ভূমিকায় জিৎ।
জিতের ছবি রিলিজের সময় বাঁধাই রয়েছে ‘ঈদ’, নতুন বছরেও তার অন্যথা হবে না। নতুন বছরে লায়ন আসছে বড়পর্দায়। দুই বাংলার হলে এই সিংহের গর্জন কতটা হয়, সেটাই দেখার।
শোনা যাচ্ছে, এই ছবির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে নতুন বছরের মার্চ মাস থেকেই জোরকদমে শুরু হয়ে যাওয়ার কথা ছবির শ্যুটিং। তাই জোরকদমে কাজে ফেরার আগে দুবাইয়ে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন জিৎ। সদ্য বাবা হয়েছেন তিনি , মেয়েও চোখের মণি তাঁর। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান জিৎ-এর প্রায়োরিটি লিস্টে সবার আগে পরিবার। আর দ্বিতীয় কাজ।
দুবাই থেকে নানা ছবি পোস্ট করছেন ইন্ডাস্ট্রির বস। বালি পায়ে মেখে, ছেলেকে নিয়ে কখনও খেলছেন তিনি , কখনও বা ধুধু মরুভূমিতে ছোটাচ্ছেন গাড়ি। ছুটির শেষে ‘রাফ অ্যান্ড টাফ’ জিৎকে পাওয়া যাবে কাজের মেজাজে। তবে তিনি সিংহ হলে সিংহী কে হবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।