কলকাতার সঙ্গে ছিল তাঁর নাড়ির যোগ। তাই ভারতীয় সংগীত জগতের সদ্যপ্রয়াত তারকা বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) অস্থি ভাসানো হবে এই শহরেই। আজ সকালেই কলকাতায় এল শিল্পীর পরিবার।
সকাল নটার বিমানে কলকাতা পৌঁছোন বাপ্পি লাহিড়ির স্ত্রী-পুত্র-কন্যারা। প্রয়াত শিল্পীর পরিবারকে এই শহরে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। সেখান থেকেই সপরিবারে রওনা দিলেন আউটরাম ঘাটের দিকে। সেখানেই হবে অস্থি বিসর্জন।
স্লিপ অ্যাপনিয়ার কারণেই মাত্র ৬৯ বছরে চলে গেলেন বাপ্পি লাহিড়ি, এই অসুখ সম্পর্কে আপনি কতটা জানেন?
দীর্ঘ অসুস্থতার পর গত ১৫ ফেব্রুয়ারি, ৬৯ বছর বয়সে প্রয়াত হন বাপ্পি লাহিড়ি।