হলিউডের বহুচর্চিত প্রতীক্ষিত দুই সিনেমা ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ মুক্তি পাচ্ছে ২১ জুলাই। সম্পূর্ণ ভিন্ন ধাঁচের দুই সিনেমাকে নিয়ে আলোচনার শেষ নেই।
বিশ্বজুড়েই সিনেপ্রেমীদের মধ্যে একটাই প্রশ্ন, কোনটা আগে দেখতে যাবেন, ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ নাকি গ্রেটা গারউইগের ‘বার্বি’ ?
Subhashree-Raj: থাইল্যান্ডে ছুটির মেজাজে রাজ পরিবার, বালিতে একরাতের জন্য হোটেলে কত ভাড়া গুনছেন তারা?
বিষয় বস্তু, আঙ্গিক, জঁর সব দিক থেকেই সম্পূর্ণ বিপরীত দুই মেরুর ছবি ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’। দুই মেরুতে অবস্থান করা দুই সিনেমাই তৈরি করল
অন্যতম স্মরণীয় এক দ্বৈরথ। হ্যাশট্যাগ ‘বার্বেনহাইমার’-এর নিয়ে চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়।