ছবির প্রচার এখন নানা ভাবেই চলে। নানা অভিনব উপায় বের করে প্রযোজক সংস্থাগুলো প্রচার করে। সেরকমই এক প্রচার এখন ভাইরাল। শিবপ্রসাদ নন্দিতার (Shibaprasad Nandita) ছবি বেলাশুরুর (Belashuru) টাপাটিনি (Tapatini) গানে নাচ করলেন ছবির অভিনেত্রী মনামী (Monami Ghosh)। গানটি ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়েছে। সেই গানের তালে অনেক তারকারাই রিল বানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। এবার মনামী নাচলেন কলকাতা বিমানবন্দরে। মনামীর সঙ্গে পা মেলালেন বিমানসেবিকারা।
বিমানবন্দরের কর্মী থেকে যাত্রী, তাঁদের দেখতে ভিড় জমান সকলেই।
ছবির প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশনসের তরফ থেকে জানানো হয়, সেই বিমান সংস্থার পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ‘টাপা টিনি’র সঙ্গে একটি ফ্ল্য়াশ মব করার ইচ্ছা প্রকাশ করে সেই সংস্থা। তাদের উৎসাহ দিতেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন মনামী।
তবে ব্যস্ত বিমানবন্দরে কীভাবে নাচের অনুমতি পাওয়া গেল, নেটিজেনদের একাংশ সেই প্রশ্নও তুলেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকেই আবার এই ঘটনার প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।