মৃত্যু এসে কী আশ্চর্য ভাবে মিলিয়ে দিয়ে যায় আপাত সম্পর্কহীন দুই মানুষকে! সম্পর্ক অবশ্য ছিলই, সুরের। ভারতীয় সঙ্গীতের দুই দিকপাল। একজন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee), আরেকজন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শিল্পী চলে গেলেন চিরঘুমে। একইসঙ্গে দুজনকে শেষ বিদায় জানাল শহর কলকাতা।
রবীন্দ্রসদনে বুধবার দুপুরে শায়িত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ। পাশেই একতারা মঞ্চে বাপ্পি লাহিড়ির ছবিতে মালা দেওয়া। এ দিন বিকেলের আগেই উত্তরবঙ্গ সফরের মাঝপথে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতায় ফিরে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: শেষ ধনতেরাসে সোনার কাপ-প্লেট কিনেছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি
দুই প্রজন্মের দুই বাঙালি কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদন চত্বরে সুরপ্রেমীদের ভিড় সারাদিনজুড়েই।