টলিপাড়ায় আরও এক বিবাহবাসর। OTT প্ল্যাটফর্ম হইচই-এর উচ্চপদস্থ কর্মী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। তাঁদের সম্পর্কের বিষয়ে প্রথমের দিকে খুব একটা জানা যায়নি। তবে ধীরে ধীরে প্রেমের গল্প প্রকাশ্যে এনেছেন সন্দীপ্তা।
আনন্দবাজার অনলাইনকে সন্দীপ্তা জানিয়েছন, প্রথমে কাজের সূত্রেই তাঁদের মধ্যে দেখা হয়। তারপর ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। প্রথমে সৌম্যর দিক থেকেই প্রস্তাব যায় সন্দীপ্তার কাছে। অভিনেত্রীও সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। তাঁর স্পষ্ট দাবি, সৌম্যর সততা আর হাসি তাঁকে মুগ্ধ করেছে।
বৃহস্পতিবারই বাইপাস সংলগ্ন একটি বেঙ্কোয়েটে বিয়ের আসর বসবে। সাবেকি সাজেই তাঁরা সাজবেন বলে আগেই জানিয়েছিলেন সন্দীপ্তা। একদিনেই বিয়ের যাবতীয় সব সেরে নিচ্ছেন তাঁরা।