রমজানের ওই রোজার শেষে এল খুশির ইদ (Eid Ul Fitr)। আজ সারা দেশেই উদযাপিত হচ্ছে খুশির ইদ। খুশির দিনে উৎসবের মেজাজ, তাঁদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বাংলার সেলেবরাও। ভিডিও বার্তা পোস্ট করে সকলকে শুভেচ্ছা জনপ্রিয় রেডিও জকি, সঞ্চালক মীর আফসার আলি (Mir Afsar Ali)। নিজের বাড়িতে দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে ইদের শুভেচ্ছা জানালেন মীর। ভাল থাকার এবং ভাল খাওয়ার পরামর্শ দিলেন। পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাও জানালেন সকলকে।
Rafiath Rashid Mithila: ইদে কাকে রসুন চিংড়ির রেসিপি শেখালেন মিথিলা?
ইদের শুভেচ্ছার একটি ভিডিও নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)। সকলকে আনন্দ করে ইদ উদযাপন করতে বলেছেন অভিনেত্রী। নুসরতের সঙ্গী যশ দাসগুপ্ত (Yash Dasgupta) একইসঙ্গে ইদ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।