প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও জারি বাংলা টেলিভিশনের (Bengali Television) সাপলুডো খেলা। তবে আগের সপ্তাহের মতোই এবারেও বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়াকে টপকে যেতে পারল না প্রতিদ্বন্দ্বী।
টিআরপি তালিকার প্রথম স্থানে 'অনুরাগের ছোঁয়া'। ডিস্টিংশন পেয়ে সবার চেয়ে এগিয়ে, প্রাপ্ত নম্বর ৮.১।
একেবারে নতুন ধারাবাহিক ফুলকি এবারেও আগের সপ্তাহের মতোই দু'নম্বরে, তবে বেড়েছে প্রাপ্ত নম্বর ৭.৪।
মাঝে টিআরপি তালিকার শীর্ষে থাকলেও জগদ্ধাত্রী এখন তিন নম্বরে, ঝোলায় ৭.৩ নম্বর।
তালিকার চতুর্থ-পঞ্চম স্থানে নিম ফুলের মধু (৬.৭) এবং বাংলা মিডিয়াম (৬.৩)।