প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও জারি বাংলা টেলিভিশনের (Bengali Television) সাপলুডো খেলা। আগের সপ্তাহের মতোই এবারেও টিআরপি তে সবচেয়ে এগিয়ে জি বাংলার ধারাবাহি 'মিঠাই' (Mithai)। প্রাপ্ত নম্বর ৮.৩। শীর্ষস্থান ধরে রাখলেও নম্বর কমেছে এই ধারাবাহিকেরও। সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘গাঁটছড়া (৮.১) (Gantchhora) , টিআরপি চড়চড়িয়ে বেড়েছে।
জি বাংলার ‘গৌরী এলো’ (Gouri Elo) রয়েছে তিন নম্বরে।
Sonamoni Saha: সোলাঙ্কি নয়, দুর্গা হওয়ার দৌড়ে জিতলেন সোনামণিই, এবার লড়াই শুভশ্রী-ঋতুপর্ণাদের সঙ্গে
চতুর্থস্থানে- ‘আলতা ফড়িং’(৭.২)। পাঁচে লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৬)। অপরাজিতা আঢ্য অভিনীত সিরিয়ালটির টিআরপি কিন্তু কমেছে।