সমাজের তৈরি নানা ট্যাবু তিনি দিনরাত ভাঙছেন। বলিউডে ডেব্যু করেছিলেন নায়িকার চরিত্রে, কিন্তু চেনা ছকের 'স্লিম অ্যান্ড ট্রিম' নায়িকা নন। কেরিয়ারের শুরুতেই যিনি ঝুঁকি নেন এতটা, তাঁর কাছ থেকে প্রত্যাশা তো থাকেই। আগামী ছবি 'বাধাই দো' (Badhaai Do)-তে ভূমির চরিত্র সুমন নামের এক সমকামী মেয়ের। ছবির বিষয় খুবই যুগোপযগী, মনে করছেন ভূমি (Bhumi Pednekar।
দেব-প্রসেনজিৎ বড়পর্দায় একসঙ্গে! এই পুজোয় জমাটি ডুয়েল দেখবে বাংলা
ভূমি এবং রাজকুমার রাও (Rajkumar Rao) প্রথমবার কাজ করছেন একসঙ্গে। দু'জনের চরিত্রই সমকামীর। সমাজের চাপে পড়ে যাদের বিয়ে করতে হয়। সমকামীতার ওপর থেকে আইনি অপরাধের তকমা সরলেও, সমাজে এখনও এই নিয়ে নানা রকমের ফিসফাস, লুকোচুরি। সমকামীতা স্বাভাবিক, এই বিশ্বাস আনতে, কিছু অস্বস্তিদায়ক ইস্যু নিয়ে এখনই কথা বলা প্রয়োজন, আমাদেরই পরিবারের মানুষদের বোঝানো প্রয়োজন, মত ভূমি পেডনেকরের।