মাঝে কেটে গিয়েছে চার দশকেরও বেশি সময়। ব্যাঙ্গালোরে 'কুলি' ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিরল আরও একবার। 'প্রজেক্ট কে' ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং-এর সময় গুরুতর জখম হলেন অমিতাভ বচ্চন।
১৯৮২-এর ২৪ সেপ্টেম্বর! মনমোহন দেশাইয়ের 'কুলি' ছবির অ্যাকশন দৃশ্যের শুট চলাকালীন ঠিকভাবে নামতে না পারার ফলে একটি টেবিলের কিনারায় ধাক্কা লেগে ভয়ানকভাবে আহত হন বিগ বি! শরীরের ভিতরের প্লীহাটি ফেটে যায়, অচেতন অবস্থায় সেন্ট ফিলোমেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরই তাকে মুম্বাইয়ে সরাসরি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জীবন মৃত্যু লড়াই চলেছিল টানা দু'মাস!
Srijit Mukherji-Durga rahasya: দেব-বিরসার ব্যোমকেশ আসছে, একই গল্প নিয়ে শুটিং শুরু করলেন সৃজিতও
প্রায় ৪১ বছর পর সেই স্মৃতি উস্কে দিচ্ছে হায়দ্রাবাদের ঘটনা। বিগ বি-র দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনারত গোটা দেশ।