সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত 'অ্যানিমাল'-এ তাঁর স্বল্প সময়ের চরিত্র দিয়েও দেশব্যাপী বলিউড-ভক্তদের নজর কেড়ে নিয়েছিলেন ববি দেওল। তারপর থেকে ধর্মেন্দ্র'র ছোট ছেলেকে নিয়ে প্রযোজক-পরিচালকদের উৎসাহ বেড়ে গিয়েছে দ্বিগুণ! পিঙ্কভিলার সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, এবার যশরাজ ফিল্মসের 'স্পাই ইউনিভার্স'-এ অভিনয় করতে চলেছেন ববি দেওল।
পিঙ্কভিলা সূত্রের খবর, এই ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করবেন ববি। ভিলেনের চরিত্রেই ববি দেওল অভিনয় করবেন বলে মনে করা হচ্ছে। যদিও, ছবিটির নাম এখনও ঘোষণা করা হয়নি।
"অ্যানিম্যালের পর ববি দেওলের কথা মাথায় রেখেই এই ভিলেন চরিত্রটা লেখা হয়েছে। ছবিতে আলিয়া ভাট ও শর্বরীর বিপক্ষে থাকবেন ববি। সইসাবুদও হয়ে গিয়েছে। চলতি বছরের মাঝামাঝিই শুরু হবে ছবির শুটিং", জানাচ্ছে পিঙ্কভিলার সূত্র।