শুক্রবার থেকেই কার্যত বলিউডে দিওয়ালি সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। ভূমি পেডনেকার এবং গোদরেজ গ্রুপের প্রধান তানিয়া দুবাশ দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন করিনা কাপুর, তাঁর প্রাণের সখী মালাইকা আরোরা, এবং অমৃতা আরোরা, বোন কারিশ্মা কাপুর৷ গাড়িতে মালাইকা ও অমৃতাকে বেবোর জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে।
কালো গ্ল্যামারাস বডিকন পোশাকে করিনা পার্টির আকর্ষণ হয়ে উঠেছিলেন। সবুজ পোশাকে মালাইকাকেও লেগেছে দারুণ। পোশাকের সঙ্গে মানাসই ব্যাগ এবং হিল তাঁর উষ্ণতা বাড়িয়েছে আরও অনেকগুণ। এছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন শিবানী দান্দেকর, ফারহান আখতার, সঞ্জয় কাপুর, মাহিপ কাপুর, নোরা ফাতেহি এবং ডিজাইনার মনীশ মালহোত্রা। এক কথায় এই পার্টিতে বসেছিল বলিউডের চাঁদের হাট।
করিনা কাপুর খানকে পরবর্তীতে সুজয় ঘোষের 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এ দেখা যাবে। এই ছবি দিয়েই ওয়েব পর্দায় অভিষেক করবেন বেবো।