Bollywood Movies 2025 : তিন খানের যুগ কি শেষে? ২০২৫ সালে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে জানেন?

Updated : Dec 30, 2024 10:59
|
Editorji News Desk

২০২৩ সালে 'পাঠান' ও 'জওয়ান'-এর পরপর আকাশছোঁয়া সাফল্য এবং হাজার কোটির ক্লাবে প্রবেশ, বলিউডের ছবির ব্যবসায় যেন নতুন জীবন এনে দিয়েছিলেন কিং খান! ২০২৩ সালের ডিসেম্বরে রিলিজ করেছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডানকি'। সেই ছবি 'পাঠান' বা জওয়ান'-এর মতো বক্স অফিসে দুর্দান্ত সাফল্য না পেলেও চলেছিল বেশ কয়েক সপ্তাহ। ২০২৩ সাল বহু বছরের বক্স-অফিসের খরা কাটিয়ে দিয়েছিল শাহরুখ খানের। ২০২৪ সালে তাঁকে বড় পর্দায় আর দেখা যায়নি। ২০২৫ সালেও তাঁকে বড় পর্দায় দেখতে পাওয়ার সম্ভাবনা কম। তাঁর পরবর্তী ছবি 'কিং' মুক্তি পেতে পেতে সেই ২০২৬! অর্থাৎ, শাহরুখ-ভক্তদের জন্য ২০২৫ সালে অন্তত বড়পর্দায় তেমন কোনও আশার খবর নেই!

২০২৪ সালে কোনও পূর্ণ দৈর্ঘ্যের ছবি বড়পর্দায় মুক্তি পায়নি তিন খানের বাকি দুজন সলমন ও আমিরেরও। আমির খানের 'সিতারেঁ জমিন পর' মুক্তির তারিখ নিয়ে জল্পনা চললেও, তা কবে মুক্তি পাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে খোদ ইন্ডাস্ট্রির অন্দরেই। ইন্ডাস্ট্রি-বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালে মুক্তি পেতে পারে আমির খান ও জেনেলিয়া ডিসুজা অভিনীত এই ছবিটি। এই ছবিটি আমির খানের কেরিয়ারের 'কামব্যাক' ছবি হতে পারে বলেও মনে করছেন অনেকে। ২০২২ সালে তাঁর শেষ ছবি 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘদিন স্বেচ্ছায় অন্তরালে চলে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। ফিরে আসছেন কি ২০২৫ এই? এর উত্তর দেবে সময়।

অন্যদিকে, বক্স অফিসে সময়টা বেশ অনেক বছর ধরেই ভাল যাচ্ছে না বলিউডের 'ভাইজান'-এরও। ২০২৩ সালে তাঁর দুটি পূর্ণদৈর্ঘ্যের ছবি মুক্তি পেয়েছিল। কিসিকা ভাই কিসিকা জান এবং টাইগার থ্রি। দুটো ছবিই সেমি-হিট। ২০২৪ সালে সিংঘম এগেইন ও বেবি জন সিনেমায় ক্যামিও করলেও কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবি বড় পর্দায় মুক্তি পায়নি সলমন খানের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২০২৫ সালে ২ বছর বাদে বড় পর্দায় আসতে চলেছেন সলমন খান। এ আর মুরুগাদোস পরিচালিত 'সিকান্দর' ছবি নিয়ে! এই ছবি সুপারহিট না হলে বলিউডে ভাইজানের জায়গা কি টালমাটাল হয়ে উঠবে? তেমনটা অবশ্য মনে করছেন না কেউই! তিনি সলমন খান বলেই! তাঁর ক্ষেত্রে যা হিসেব, তা তো আর বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়! তবে, এ কথাও ঠিক যে, 'সিকান্দর' হিট না করলে কপালে যথেষ্ট ভাঁজ পড়বে মহাতারকা সহ তাঁর কোটি কোটি অনুরাগীবৃন্দেরও!

২০২৫ সালে বলিউডে 'ওয়ার ২' বা 'লাহোর ১৯৪৭' বা 'হাউজফুল ৫'-এর মতো সিনেমাও রিলিজ করবে। যাদের সুপারহিট হওয়ার সম্ভাবনাও যথেষ্ট বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, তিন খানের মধ্যে দুই খানের ছবি কি ২০২৫ সালে বক্স অফিস মাতিয়ে তুলবে আগের মতোই? উত্তর দেবে সময়।

Bollywood

Recommended For You

editorji | বিনোদন

Jeet: নতুন বছরে আসছে 'Lion', ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে টলিউডে জিতের গর্জন

editorji | বিনোদন

Arun Roy Passes Away : নতুন বছরে থামল লড়াই, প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়, শোকপ্রকাশ দেব, কিঞ্জলের

editorji | বিনোদন

2024 Concerts: ব্রায়ান অ্যাডামস থেকে দিলজিৎ! কনসার্টে দেশের 'দিল' জিতল যারা

editorji | বিনোদন

Bolly-Tolly Movies 2025 : নতুন বছরে সলমন-অক্ষয়ের বিগ রিলিজ, টলিউড কাঁপাবেন রুক্মিণী, শ্রাবন্তী

editorji | বিনোদন

Bengali Serial 2024: 'বোকাবাক্সতে বন্দি' কারা হয়ে উঠলেন দর্শকদের ঘরের মানুষ? বছরভর TRP-তে সেরা ৫ মেগা...