Bengali Serial 2024: 'বোকাবাক্সতে বন্দি' কারা হয়ে উঠলেন দর্শকদের ঘরের মানুষ? বছরভর TRP-তে সেরা ৫ মেগা...

Updated : Dec 31, 2024 17:48
|
Editorji News Desk

এখন না হয় বাজারে হরেক কিসিমের সোশ্যাল মিডিয়া, তবুও বাংলা ধারাবাহিকের জায়গা নেবে এমন সাধ্যি কার? সারাদিনের পর সন্ধে বেলাটা ড্রয়িং রুমে তুলকালাম, খবর চলবে না সিরিয়াল? সেই রেষারেষিতেও শেষমেশ এগিয়ে থাকে ধারাবাহিকই। এমনকি যতই ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ানো’ হোক না কেন ইন্ডাস্ট্রিকে এখনও নিয়মিত জল হাওয়া দিয়ে চলেছে ছোটপর্দাই। তাই, বলাই বাহুল্য ধারাবাহিকের কদর একটু বেশিই এই বাংলার দর্শকদের মধ্যে। 

 

শ্যামলী, ফুলকি, জগদ্বাত্রী, গীতারা কখন যেন দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছে। ‘বোকাবাক্সতে বন্দি’ এই চরিত্রদের ভালমন্দের খবর না রাখতে পারলে দর্শকদের ভাত হজম হয় না। এমনকি তাঁদের সাজপোশাক, শাড়ি থেকে গয়না সবই হয়ে যায় ট্রেন্ড। 


একটাবছর শেষ। আর গোটা একটা বছরে একগুচ্ছ ধারাবাহিক আসে টিভির পর্দায়। ২০২৪ সাল জুড়ে কারা জমিয়ে রাখল দর্শকদের ড্রয়িং রুম? টেলিভিশনের পর্দা থেকে চোখ সরাতে দিল না কারা? রেটিং চার্ট বলছে ‘ফুলকি’, ‘কথা’, ‘জগদ্ধাত্রী’, ‘গীতা এলএলবি’, ‘নিমফুলের মধু’ এই ৫ ধারাবাহিক বছরভর অন্যসব ধারাবাহিকের স্লট চেঞ্জের কারণ হয়েছে। TRP এর দৌড়ে আর সব ধারাবাহিককে পিছনে ফেলে এই ৫ ধারাবাহিক করেছে বাজিমাত। কিন্তু কোন ফর্মুলায়? 


শুরু করা যাক ‘জগদ্বাত্রী’ দিয়েই। দীর্ঘ সময়ে রেটিং চার্টে অপ্রতিরোধ্য ছিল এই ধারাবাহিক। আইপিএস অফিসার জগদ্বাত্রী ঘরে বাইরে ‘সব্যসাচী’। সে হার মানতে জানে না। এক হাতে সংসার অন্য হাতে কাজ সামলে জগদ্বাত্রী হয়ে উঠেছেন দর্শকদের রোল মডেল।  সব মিলিয়ে প্রায় দু’বছর পরেও স্নেহাশীষ চক্রবর্তীর এই ধারাবাহিকের বিজয়রথ থামার নাম করছে না।  


‘নিম ফুলের মধু’ এই ধারাবাহিকের থেকেও চোখ সরেনা দর্শকদের। বাঙালি বাড়িতে শাশুড়ি বৌমার যে ‘সাপে নেউলে’ ইক্যুয়েশন তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকেরা। সঙ্গে প্রধান চরিত্রে একসময়ের সকলের প্রিয় জবা পল্লবী শর্মা। বিপরীতে রুবেল দাস। কিন্তু চেরি অন দ্য কেক কিন্তু বাবুর মা, অরিজিতা মুখোপাধ্যায়। তাঁর অভিনয় দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। এছাড়া ফ্রিজে জুতো রাখা, ফুলসজ্জার ঘরে বাবুর মায়ের কান পাতা এমন নানা মিম মেটেরিয়াল দিতেও কখনও পিছপা হয় না এই ধারাবাহিক।  


সব ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে নিজের জায়গা ধীরে ধীরে শক্ত করেছে ‘ফুলকি’ও। স্বামীর সহযোগিতায় সে বক্সার হওয়ার স্বপ্ন দেখছে।  পরিচালনায় রাজেন্দ্র প্রসাদ দাস। তাঁর পরিচালনায় হিট ‘মিঠাই’, রাণী রাসমণি’র মতো ধারাবাহিক। তাই বলাই বাহুল্য কোন অঙ্কে দর্শকরা পর্দা ছেড়ে উঠবে না তা তিনি ভালোই জানেন।  


এছাড়াও হালফিলে সাহেব-সুস্মিতার রসায়নে জমে ক্ষীর ‘কথা’ ধারাবকাহিক। দুজনেই ছোটপর্দার বড় মুখ। রেটিং চার্টে তাই এই ধারাবাহিক প্রথম পাঁচে সবসময়ই থাকে। এছাড়াও প্রথম পাঁচে থেকে টলে না ‘গীতা এলএলবি’ও। এক্কেবারে নতুন মুখ হিয়া মুখোপাধ্যায়ের অভিনয়ে মুগ্ধ দর্শকেরা। সঙ্গে বাড়ির মেয়ে উকিল হবে, এই স্বপ্ন দেখা মা বাবা মায়েরাও গীতাকে দেখে আরও একটু বুকে যে বল পান তা আর বলার অপেক্ষা রাখে না। 


সব মিলিয়ে ঘটনাবহুল ২০২৪ সালে অনেক কিছুই হল। কিছুদিন থেমেও থেকেছিল শ্যুটিং। কিন্তু কথায় আছে ‘শো মাস্ট গো অন’, দিনরাত শ্যুট করে যারা বাঙালির সন্ধেটা জমিয়ে রাখে বছর শেষে তাঁদের জন্য একটা জোরে হাততালি না হলে হয়? 

 

Bengali Serial 2024

Recommended For You

editorji | বিনোদন

Dev-Rukmini : নতুন বছরে বড় ঘোষণা দেবের, চমক দিলেন রুক্মিণীও, তবে কি বিয়ে ?

editorji | বিনোদন

Tollywood Resolution: কেউ ছাড়তে চান সিগারেট কেউ বা নেগেটিভিটি,নতুন বছরে স্বস্তিকা,পরম,ঋতদের রেজোলিউশন কী?

editorji | বিনোদন

Armaan Weds Aashna: বছরের শুরুতেই ঘর বাঁধলেন আরমান-আশনা, রূপকথার মতো চোখ জোড়ানো ছবি ভাইরাল

editorji | বিনোদন

Jeet: নতুন বছরে আসছে 'Lion', ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে টলিউডে জিতের গর্জন

editorji | বিনোদন

Arun Roy Passes Away : নতুন বছরে থামল লড়াই, প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়, শোকপ্রকাশ দেব, কিঞ্জলের