ফরেস্ট গাম্পের রিমেক ‘লাল সিং চড্ডা’র ব্যর্থতার পর কবে পর্দায় ফিরবেন আমির খান (Aamir Khan), এই প্রশ্ন ছিলই। এবার মিস্টার পারফেকশনিস্টকে দেখা গেল পঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে। একেবারে নয়া লুকে হাজির তিনি। অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় পঞ্জাবের স্থানীয় ভাংড়া নাচ করতে দেখা যায় তাঁকে। এই ছবিতে গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া , কবিতা কৌশিক, গুরপ্রীত গুগ্গি, প্রমুখকে দেখা যাবে।
Dev-Soham: এক ছবিতে দেব-সোহম? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে
তবে আমির খান এখনই পর্দায় ফিরছেন না বলেই জানিয়েছেন। তিনি মানসিক ভাবে প্রস্তুত হয়েই তিনি পর্দায় ফিরছেন। বরং এই মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি আগ্রহী বলে জানিয়েছেন। অভিনেতাকে তাঁর কেরিয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আজ আমাদের উচিত কেবল মাত্র ক্যারি অন জাট্টা ছবি নিয়ে কথা বলা।