ছিমছাম আয়োজনেই বিয়ে করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhashker)। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকেই (Fahad Ahmed) জীবনসঙ্গী বেছে নিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন স্বরা ভাস্কর। ফাহাদ ও স্বরার প্রথম আলাপ থেকে কোর্ট ম্যারেজ, সবটাই তুলে ধরা হয়েছে সেই ভিডিয়োতে।
আরও পড়ুন: নাকে, মুখে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে অনিন্দ্য! কী হল অভিনেতার?
ভিডিয়োতে দেখা যায়, দিল্লিতে NRC-CAA আন্দোলন চলাকালীন তাঁদের প্রথম আলাপ হয়। ভিডিয়োতে স্বরা জানান, প্রথম সেলফিও ওই আন্দোলন চলাকালীন সময়ই নিয়েছিলেন তাঁরা। স্বরা ও ফাহাদকে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্তরা।