বলিউডে ফের বিয়ের সানাই। এবার সাত পাকে বাঁধা পড়লেন অদিতি রাও হায়দারি। এক্কেবারে চুপিসারে বিয়ে সেরেছেন এই বলি নায়িকা। পাত্র দক্ষিণী তারকা সিদ্ধার্থ। বলি অভিনেত্রী অদিতি রাও হায়দারি সংস্থানমের বংশধর। তাঁর দাদু সংস্থানমের শেষ শাসক ছিলেন। তাঁদের পরিবারের উপাসনাস্থল তেলেঙ্গানার রঙ্গনায়েকস্বামী মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরেই অভিনেত্রীর চার হাত এক হয়েছে।
গোপন এই বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এমনকি আনুষ্ঠানিকভাবে বিয়ের খবরও ঘোষণা করেননি দুজনের কেউই। অদিতির সঙ্গে সিদ্ধার্থের সম্পর্কের কথা প্রথম সামনে এসেছিল ২০২১ সালে। ২০২৪ সালের জানুয়ারি মাসে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন অদিতি। কয়েকমাস কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।
আরও পড়ুন - ঋদ্ধি থেকে সোহিনী, পর্দা আর মঞ্চ সমান তালে সামলাচ্ছেন টলিপাড়ার যে তারকারা