বলিউড সুপারস্টার অজয় দেবগণ (Ajay Devgn) বারবার তাঁর দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কত বড় মাপের অভিনেতা । দীর্ঘ- কেরিয়ারে প্রচুর হিট সিনেমা উপহার দিয়েছেন ইনডাস্ট্রিকে । তাঁর অভিনীত বিশেষ কয়েকটি চরিত্র দর্শকদের মনে চিরকাল থেকে যাবে । ২ এপ্রিল অভিনেতার জন্মদিন (Ajay Devgn Birthday) । তাঁর ৫৩ তম জন্মদিন উপলক্ষে দেখে নেওয়া যাক তাঁর কেরিয়ারের কয়েকটি সেরা সিনেমার ঝলক ।
দ্য লেজেন্ড অফ ভগত সিং (২০০২)
রাজকুমার সন্তোষি পরিচালিত পিরিওডিক ড্রামাটি (The Legend Of Bhagat Singh) মুক্তি পায় ২০০২ সালে । সেইসময় বিশাল হিট হয়েছিল এই সিনেমা । কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ভগত সিং (Bhagat Singh)-এর দুর্দান্ত অভিনয় করেন অজয় দেবগণ । বলা ভাল, এই চরিত্রটির সঙ্গে সম্পূর্ণ ন্যায়বিচার করেছেন তিনি । যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন । তিনি এই সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ।
ওমকারা (২০০৬)
২০০৬ সালে বিশাল ভরদ্বাজের 'ওমকারা' (Omkara) সাড়া জাগানো সাফল্য পায় বক্স অফিসে । সেইসময় সমালোচকদের প্রশংসার তালিকার মধ্যে অন্যতম ছবি ছিল 'ওমকারা' । সিনেমায় অভিনয় করেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), সইফ আলি খান (Saif Ali Khan) এবং অবশ্যই অজয় দেবগণ । সিনেমার নামভূমিকায় ওমকারার চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ । গল্পে ওমকারা তাঁর স্ত্রীকে (করিনা কাপুর খান) অপহরণ করে বিয়ে করে । একসময় সেখানে প্রবেশ ঘটে 'ল্যাংড়া ত্যাগী'-র (সইফ আলি খান) । বদলে যায় সব সমীকরণ ।
সিঙ্ঘম (২০১১)
পুলিশ ইন্সপেক্টর 'বাজিরাও সিঙ্ঘম'-কে কী কখনও ভোলা যায় ? অজয় দেবগণের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা (Singham) । এই সিনেমা তামিল ছবি 'সিঙ্ঘম'-এর রিমেক । জানা গেছে, বর্তমানে অভিনেতা সিঙ্ঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের জন্য শুটিং করছেন । যদিও, এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ।
দৃশ্যম (২০১৫)
অজয় দেবগণ এই সিনেমার বিজয় সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করেছে । নিশিকান্ত কামাত পরিচালিত সিনেমাটি ২০১৩ সালের মালায়ালাম সিনেমার (Drishyam) রিমেক । মালায়ালাম-এও একই নাম ছিল । ২০১৫ সালে হিন্দিতে মুক্তি পায় এই সিনেমা । শোনা যাচ্ছে, শীঘ্রই 'দৃশ্যম টু'-এর জন্য ফের বিজয় সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করবেন তিনি ।
সূর্যবংশী (২০২১)
২০২১ সালের অন্যতম হিট সিনেমা সূর্যবংশী (Sooryavanshi) । অজয় দেবগণ ক্যামিও রোলে অভিনয় করেন । এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, রণবীর সিং এবং ক্যাটরিনা কাইফ । বাজিরাও সিংহম হিসাবে অজয় তাঁর চেনা-পরিচিত ভঙ্গিতেই সিনেমায় একটা আলাদা মাত্রা যোগ করেছেন ।