মা হওয়ার পর পাল্টে গিয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের ( Alia Bhatt) জীবন। ছোট্ট রাহাকে সামলে ফের মঞ্চে ফিরছেন তিনি। তাঁকে জি সিনে অ্যাওয়ার্ডসে ( Zee Cine Awards 2023 ) বরুণ ধাওয়ানের ( Varun Dhawan) সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। কিন্তু তাঁর কাছে সন্তান না কেরিয়ার কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী আলিয়া ভাট।
সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৩-এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আলিয়া। সেখানেই তিনি জানিয়েছেন, মেয়ে রাহার জন্মের পর কীভাবে তাঁর প্রায়োরিটিগুলি বদলে গিয়েছে। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, বিয়ের পরে তিনিও কি কাজের চেয়ে নিজের পরিবারের দিকে বেশি মনোযোগ দেবেন?
আরও পড়ুন- জয়কিশান থেকে জ্যাকি...নামের মতোই পেশাও বদলে বদলে অভিনয়ে আসা
উত্তরে আলিয়া বলেন, অবশ্যই, তাঁর অগ্রাধিকার পরিবর্তিত হয়েছে। তাঁর জীবনে এখন প্রথম প্রায়োরিটি তাঁর মেয়ে রাহা। যাকে তিনি খুব ভালবাসেন। তাঁর পর... বা আসলে তাঁর প্রথম প্রেম সিনেমা এবং কাজ। তিনি চেষ্টা করবেন কাজ করার। হয়ত তিনি অনেক বেশি কাজ করতে পারবেন না। কিন্তু, যেটুকু কাজ করবেন তার গুনগত মান অনেক বেশি হবে।