Ranbir-Alia Wedding : জামাই রণবীরকে জড়িয়ে ধরে মহেশ ভাট, সোশ্য়াল মিডিয়ায় ছবি ভাইরাল

Updated : Apr 16, 2022 14:23
|
Editorji News Desk

রণবীর-আলিয়ার (Ranbir-Alia Wedding) রূপকথার মতো বিয়ের রেশ যেন কাটতে চাইছে না । সম্প্রতি, তাঁদের বিয়ের আরও কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে । যা দেখে ফের চর্চায় এই তারকা জুটির বিয়ে । আলিয়ার মা, দিদিরা, রণবীরের পরিবারের সদস্যরা বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন । তবে সব ছবির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে রণবীরের সঙ্গে শ্বশুর মহেশ ভাটের (Ranbir Kapoor with Mahesh Bhatt) একটি ছবি ।

মহেশকন্যা পূজা ভাট (Pooja Bhatt) একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । সেখানেই আবেগঘন মুহূর্তে দেখা গেল জামাই-শ্বশুরকে । জামাইকে রণবীরকে একেবারে জড়িয়ে ধরে রয়েছেন মহেশ ভাট । ছবি দেখেই বোঝা যাচ্ছে, জামাই হিসাবে রণবীরকে কতটা পছন্দ করেন মহেশ । এর আগেও তার প্রমাণ পাওয়া গিয়েছে । মেহেন্দি দিয়ে নিজের হাতের তালুতে জামাই রণবীরের নাম লিখতে দেখা গিয়েছে তাঁকে । শ্বশুর-জামাইয়ের এই মিষ্টি ছবিতে ভালবাসা ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ।

আলিয়ার মা সোনি রাজদান সম্প্রতি আলিয়া ও রণবীরের বিয়ের দুটি ছবি পোস্ট করেছেন । একটি ছবিতে, আলিয়াকে হাতে একটি বাটি ও চামচ নিয়ে বিয়ের নিয়ম-কানুন পালন করতে দেখে গেল । আরেকটি ছবিতে রণবীর আর আলিয়া । দুজনেই একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ।

 আরও পড়ুন, Ranbir-Alia Wedding : দীপিকা, পত্রলেখাকে অনুসরণ আলিয়ার, বিয়ের ওড়নায় কী লিখলেন অভিনেত্রী ?
 

রণবীরের মা নীতু কাপুরও ছবি শেয়ার করেছেন । যেখানে পরিবারের সঙ্গে পোজ দিয়েছেন রণবীর এবং আলিয়া । একেবার 'পারফেক্ট ফ্য়ামিলি'-র ছবি । অন্যদিকে, রণবীরের বোন রিদ্ধিমা কাপুর সাহনি গোটা কাপুর পরিবারের একটি দারুণ ছবি পোস্ট করেছেন ।

১৪ এপ্রিল মুম্বইয়ের 'বাস্তু'তে দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে রণবীর-আলিয়ার । বিয়ের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন হাতে রং করা আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি । মাথায় ছিল হাতে তৈরি টিস্যু ওড়না । সব্যসাচীর ডিজাইন করা হীরে ও মুক্তোর গয়না দিয়ে নিজেকে সাজিয়েছিলেন আলিয়া । অন্যদিকে, রণবীর পরেছিলেন এমব্রয়ডারি করা সিল্কের শেরওয়ানি এবং জরির কাজ করা সিল্কের অরগ্যাঞ্জা শাল ।

বিয়ের পরপরই সোশ্যাল মিডিয়ায় রণবীরের সঙ্গে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন আলিয়া । একেবারে মন কেড়ে নেওয়া ছবি । ছবিতে কোথাও হাতে হাত রেখে নতুন জীবন একসঙ্গে শুরু করার অঙ্গীকার করছেন নবদম্পতি, কোথাও আবার ঠোঁটে ঠোঁট রেখে ভালবাসার চুম্বন এঁকে দিয়েছেন । বিয়ের পর সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন রণবীর-আলিয়া । সেখানেই সদ্য বিয়ে করা বউকে কোলে তুলে নিয়েছিলেন তিনি ।

Mahesh BhattPooja BhattRanbir Alia wedding

Recommended For You

editorji | বিনোদন

Khadaan Boxoffice: বক্সঅফিসে গর্জন 'বাপ এসেছে', জন্মদিনের আগেই ২ কোটির ক্লাবে দেবের 'খাদান'

editorji | বিনোদন

Pushpa 2 The Rule : আল্লু অর্জুনের বাড়িতে হামলা! পাথর ছুঁড়ল উন্মত্ত জনতা, ঘরছাড়া অভিনেতার ছেলে-মেয়ে

editorji | বিনোদন

Dev Khaadan : 'ব্যোমকেশ নাকি চ্যালেঞ্জ' কোন দেবের প্রেমে দর্শক ? ঘুরে দেখল এডিটরজি বাংলা

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি