মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত 'অ্যানিম্যাল' (Animal)। ছবি রমরমিয়ে চলছে বক্স অফিসে। নয়া দিল্লি থেকে প্রায় ৬০ কিমি দূরে অবস্থিত বিরাট এক নবাবী রাজপ্রাসাদ। তাতেই শ্যুট হয়েছে 'অ্যানিম্যাল' এর। শুধু 'অ্যানিম্যাল'ই বা কেন, বলিউডের তাবড় তাবড় ছবি ওয়েবের শ্যুট ও এখানেই হয়েছে। কিন্তু ট্যুইস্ট অন্য জায়গায়।
আসলে এই নবাবী প্যালেস আসলে বলিউডের নবাবেরই। আরও সহজ করলে বললে, সইফ আলি খানের পৌত্রিক বাড়ি পতৌদি প্যালেসেই (Pataudi Palace) হয়েছে ছবির শুটিং। সিনেমায় অভিনেতা অনিল কাপুর ওরফে বলবীরের যে বাড়ি দেখানো হয়েছে, সেটি আসলে সইফের নিজের বাড়ি। যার মূল্য, এইসময় দাঁড়িয়ে আনুমানিক ৮০০ কোটি টাকা। যেখানে কাজ করেন প্রায় ১০০ জন কর্মচারী, ঘর রয়েছে ১৫০টি মতো।