টিনসেল টাউনে জোর চর্চা। ঘর ভাঙছে জুনিয়র বচ্চন এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের। ইতিমধ্যেই তাঁরা নাকি মুছে ফেলেছেন বিয়ের চিহ্ন। এর মধ্যেই সামনে এল পুত্রবধূর- সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্কের সমীকরণ।
জানা গিয়েছে, ঐশ্বর্যকে নাকি নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রাক্তন বিশ্বসুন্দরী পুত্রবধূকে নিয়ে খুবই আপ্লুত ছিলেন তিনি। কিন্তু ছেলের দাম্পত্যের সম্পর্কের অবনতির কারণে পুত্রবধূর সঙ্গেও আর কোনও রকম যোগাযোগ রাখতেই নারাজ অমিতাভ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্যকে আনফলো করার কথাও সামনে এসেছে।
আরও পড়ুন - বিয়ের আংটিটাও খুলে ফেলেছেন অভিষেক, সত্যি সত্যিই বিয়ে ভাঙছে জুনিয়র বচ্চনের?
অভিষেক বচ্চন আর ঐশ্বর্যের বিচ্ছেদের চিন্তায় ঘুম উড়েছে অনুরাগীদের। এর আগেও বহুবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও প্রতিবারই সেসব জল্পনায় জল ঢেলেছে এই জুটি। কিন্তু এবার কিছুতেই শান্তি পাচ্ছেন না অনুরাগীরা।