এপ্রিল ফুলের দিন (April Fool's Day) তো এসেই গেল । এই দিনে আপনিও নিশ্চয় কাউকে বোকা বানিয়েছেন বা কেউ আপনাকে । বলিউড তারকারাও (Bollywood Superstars) কিন্তু কম যান না । প্রায়ই সিনেমার সেটে প্র্যাঙ্ক (Prank) করতে দেখা যায় তাঁদের । বিশেষ করে অক্ষয় কুমার (Akshay Kumar), অজয় দেবগণ (Ajay Devgn), রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আমির খান (Aamir Khan) । এপ্রিল ফুল এই দিনটা উপলক্ষে একবার সেইসব মজার ভিডিও দেখে নেওয়া যাক...
যখন সোনাক্ষি সিনহা অক্ষয় কুমারকে চেয়ার থেকে ফেলে দেন
২০১৯-এ মিশন মঙ্গল (Mission Mangal)-এর প্রমোশনের সময়ের ঘটনা । ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, অক্ষয় কুমার (Akshay Kumar), সোনাক্ষি সিনহা (Sonakshi Sinha), তাপসী পান্নু (Tapsee Pannu) গোল হয়ে বসে রয়েছেন । সামনে বসে রয়েছেন সাংবাদিকরা । হঠাৎই, পাশে চেয়ারে বসা অক্ষয়ের বুকে ধাক্কা মারেন সোনাক্ষি । সঙ্গে সঙ্গে চেয়ার সুদ্ধ উল্টে পড়ে যান অক্ষয় । ঘটনায় কিছুক্ষণ হকচকিয়ে যায় সাংবাদিকরা । এরপরই তাপসী জানান,- আসলে এটা একটা প্র্যাঙ্ক ছিল । সাংবাদিকদের বোকা বানানোর জন্য এই প্র্যাঙ্ক করা হয়েছিল ।
'প্যাডম্যান' ও 'গোল্ড'সিনেমার সেটে অক্ষয়ের প্র্যাঙ্ক
অক্ষয় কুমার বরাবর একটু দুষ্টু স্বভাবের । শুটিং সেটে প্রায়ই সহকর্মীদের পিছনে লাগেন, মজা করেন । প্র্যাঙ্কও করেন । যখন 'প্যাডমান' (Padman)-এর শুটিং চলছিল, তখন নির্মাতারা একটি ভিডিও শেয়ার করেছিলেন । যেখানে সেটের মধ্যে সহকর্মীদের সঙ্গে প্র্যাঙ্ক করতে দেখা গিয়েছে অক্ষয়কে । কখনও কারও পিঠে মজার মজার নোট আটকে দিচ্ছেন, কখনও আবার কাউকে নকল টিকটিকি দেখিয়ে ভয় দেখিয়েছেন সুপারস্টার ।
শুধু তাই নয়, স্পোর্টস ড্রামা 'গোল্ড' (Gold) সিনেমার শুটিংয়ের সময় বিবিসি রিপোর্টার (BBC Reporter) নিয়ে মৌনি রায়কে (Mouni Roy) ভালমতোই বোকা বানিয়েছিলেন অক্ষয় । পরে মৌনি সত্যিটা জানতে পারে ।
আরও পড়ুন, Alia Bhatt: RRR-এ স্ক্রিনটাইম কম, ক্ষোভে রাজমৌলীর সঙ্গে তোলা ছবি ডিলিট আলিয়ার
আমির খান, হস্তরেখা বিশেষজ্ঞ ?
বলিউডে সবথেকে বড় প্র্যাঙ্কস্টার কে জানেন ? মিস পারফেকশনিস্ট আমির খান । একবার সেটের সবাইকে বোকা বানানোর জন্য আমির খান (Amir Khan) বলেছিলেন, তিনি হাত দেখতে পারেন । অনেকে সেটা বিশ্বাসও করে নেন । যখনই কেউ তাঁকে হাত দেখাতে রাজি হত, প্রথমে তাঁর হাত ধরতেন । এরপর হাতের উপর মেরেই পালিয়ে যেতেন আমির ।
অজয় দেবগণ, সত্যিকারের প্র্যাঙ্কস্টার ?
সিনেমার পর্দায় সবসময় রাফ-টাফ অজয় দেবগণ (Ajay Devgn) । কিন্তু, এই অজয় দেবগণ-ই বলিউডে অন্যতম বড় প্র্যাঙ্কস্টার । একবার, 'দ্য কপিল শর্মা'(The Kapil Sharma Show)-শোতে একজন পারফর্মারের প্যান্টে জল ঢেলে দিয়েছিলেন অজয় দেবগণ ।
'সিঙ্ঘম রিটার্নস'-এর শুটিংয়ের সময় সেটের অনেককেই বোকা বানিয়েছিলেন অজয় দেবগণ । এমনকী, করিনা কাপুরও নিস্তার পাননি । সঙ্গ দিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টিও । একবার তো সবাইকে ভুতের ভয় দেখিয়ে বিশ্বাস করিয়েছিলেন যে, সেটে ভুত রয়েছে । সবাই সেটা বিশ্বাসও করেছিল ।
যখন রণবীর কাপুর জলের জায়গায় ভোডকা শটস রেখে দিয়েছিলেন
বাস্তব জীবনে রণবীর কাপুর (Ranbir Kapoor) একটু লাজুক, কম কথা বলেন । কিন্তু, বন্ধুদের সঙ্গে মজাও করতে পারেন । ২০১৩ সালে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' সিনেমায় একটা দৃশ্যে ভোডকা খাওয়ার অভিনয় করার কথা কাল্কি ও আদিত্য রয় কাপুরের । তবে তাঁরা ভোডকা খাবেন না, তার বদলে জল খাবেন । এরকমই কথা ছিল । সেভাবেই ভোডকার গ্লাসেই জল দেওয়া হয় তাঁদের । কিন্তু, রণবীর মজা করার জন্য জলের গ্লাস সরিয়ে সেখানে ভোডকার গ্লাস রেখে দেন । ওই দৃশ্যে তাঁরা সত্যিকারেরই ভোডকা খেয়েছিলেন ।