চাঁদ দেখার পর সারা ভারতবর্ষ জুড়ে শনিবার পালিত হয়েছে খুশির ইদ (EID)। দেশের সর্বত্র ছিল সাজো সাজো রব। টলিউড থেকে বলিউডের তারকারা মেতেছিলেন খুশির উদযাপনে। শনিবার চাঁদরাতে সলমন ভগ্নি অর্পিতা শর্মা খান এবং আয়ুষ শর্মা আয়োজিত গ্র্যান্ড ইদের পার্টিতে বসেছিল চাঁদের হাট। সলমন খান, আমির খান, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান উপস্থিত ছিলেন গ্র্যান্ড সেলিব্রেশনে।
ফরমাল কালো শার্ট আর নেভিব্লু ডেনিমে ইদে সেজেছিলেন ভাইজান। ট্রাউজার্সের সঙ্গে ডোরাকাটা একটি কুর্তা পরেছিলেন আমির। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট চোখ ধাঁধানো লুকে দিয়েছিলেন ধরা। সইফ, দিশা পাটানি, ইব্রাহিম আলি খানও কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলেন পার্টিতে।