আথিয়া শেট্টি (Athiya Shetty) ও কে এল রাহুলের (KL Rahul) বিয়ে নিয়ে জল্পনার আর শেষ নেই । কয়েকদিন ধরে তাঁদের বিয়ে নিয়ে আলোচনা চলছে । সম্প্রতি, কানাঘুষো শোনা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যেই চার হাত এক হচ্ছে । এবার এই বিষয়েই মুখ খুললেন আথিয়া শেট্টি (Athiya-K L Rahul Wedding) নিজেই । একইসঙ্গে বিয়ের সব জল্পনায় ইতি টেনেছেন সুনীল কন্যা ।
ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন আথিয়া । সেখানে শুধুমাত্র একটি বাক্যই রয়েছে । আথিয়া লিখেছেন, 'তিন মাস পর যে বিয়েটা হচ্ছে, আশা করি সেখানে আমি আমন্ত্রিত থাকব।' একপ্রকার আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেই এখনই বিয়ে করছেন না তিনি । এ খবর ভুয়ো । যদিও, কেউ কেউ মনে করছেন, বিয়ের কথা আড়াল করতেই নাকি এই কৌশল । সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি বলেছিলেন , 'বিয়ের ব্যাপারে এখনও কিছু ঠিক হয়নি।'
প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন আথিয়া-রাহুল। প্রেম নিয়ে রাখঢাক নেই দু'জনের। সম্প্রতি রাহুলের সঙ্গে জার্মানিতে গিয়েছিলেন 'মুবারাকান' অভিনেত্রী। সেখানে রাহুলের কুঁচকির চোটের জন্য অস্ত্রোপচার হয় । এখন তাঁরা মুম্বইয়ে ফিরেছেন । ২০২১ সালে আথিয়ার ভাই আহান শেট্টির সিনেমা 'তাড়প'-এর স্ক্রিনিংয়ে প্রথম দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ।