দিন কয়েক আগেই ধুমধাম করে মেয়ের অন্নপ্রাশন দিলেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। নাম তার দেবী। বয়স ৯ মাস। সব ঠিকই ছিল , কিন্তু হঠাতই একটি শো-তে মেয়ের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন বিপাশা বসু। নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে, এক কঠিন সত্যি সামনে আনলেন বলিউডের এই বঙ্গ তনয়া। তিনি জানান দেবী পুরোপুরি সুস্থ নয়।
সন্তান জন্ম দেওয়ার পর বিপাশা জানতে পারেন , তাঁর মেয়ের হার্টে দুটি ফুটো রয়েছে। জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। মা হওয়ার খুশি নিমেষে বদলে গিয়েছিল আতঙ্কে, যখন এই কথা জানতে পারেন অভিনেত্রী। মাত্র ৩ মাস বয়সেই দেবীর ওপেন হার্ট সার্জারি হয় বলেও জানান তিনি। অভিনেত্রী আরও জানান, ‘‘মা-বাবা হিসাবে আর পাঁচ জন দম্পতির থেকে আমাদের যাত্রাটা অনেকটা আলাদা ছিল। দেবী প্রথম থেকেই অসাধারন। “