এই মুহূর্তে হলে হলে চুটিয়ে ব্যবসা করছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, উদ্বোধনী দিনেই বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবি। তবে সিনেপ্রেমীদের আলোচনায় বারংবার উঠে আসছে একজনের নাম, তিনি ববি দেওল। কেউ কেউ বলছেন এটা ‘ববি ২.০’ । ‘আশ্রম’ এ অভিনয়ের পর থেকেই প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়।
আব্রার হক হতে অনেক কাঠখড় পুড়িয়েছেন অভিনেতা। নিয়মিত কড়া ট্রেনিং-এর উপর চলতে হত। রোজ এক ঘণ্টা করে ওয়েট ট্রেনিং করতেন ববি। এত পরিশ্রমেরই ফল পাচ্ছেন ববি।
IMDb Top 10: IMDb সেরা ১০ তারাদের তালিকায় শীর্ষে কিং খান, দক্ষিণী তারকাদের পিছনে ফেলেছেন আলিয়া-দীপিকা
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, মুম্বাইতে ছবিটির প্রদর্শনীর পর, যেখানে ‘লর্ড’ ববিকে কাঁদতে দেখা গিয়েছে। অশ্রুসজল চোখে ববি দেওল শেষ পর্যন্ত বিদায় জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।