১১ বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউড ডিভা করিশ্মা কাপুর। অনুজা চৌহানের ‘ক্লাব টু ডেথ’ এর গল্পই ফুটে উঠবে বড় পর্দায়। ছবির নাম ‘মার্ডার মুবারক’, ছবির শ্যুটিং শুরু হবে আগামী মার্চেই। ছবিতে করিশ্মা ছাড়াও রয়েছেন পঙ্কজ কাপুর, ডিম্পল কাপাডিয়া, সারা আলি খান, বিজয় বর্মা। করিশ্মা কাপুর অভিনয় করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। দিল্লির পটভূমিকায় রহস্য রোমাঞ্চে ভরা এই গল্প এগিয়েছে। পরিচালনায় হোমি আদাজানিয়া।
Brazil Flood: ব্রাজিলে ভয়াবহ বন্যা, ভূমিধস! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বহু মানুষ ঘরছাড়া
উল্লেখ্য, নব্বইয়ের দশকে নিজস্ব স্টাইল এবং দক্ষ অভিনয়ের জোরে বলিউডকে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। করিশ্মা ১৯৯১ সালে নিজের কেরিয়ার শুরু করেন। 'প্রেম কায়দি' ছবিতে তার সঙ্গে দেখা গিয়েছিল হরিশ কুমার, রমা বিজ এবং পরেশ রাওয়ালকে।