ভালবাসার জন্য আলাদা কোনও দিন হয় না । প্রেম তো প্রতিদিন, প্রতি মুহূর্তে অনুভব । তবুও ক্যালেন্ডার বলে দেয় ভালবাসার দিন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 2023) । যে দিনটি বিশেষ ভাবে উদযাপন করতে চান যুগলরা। আর প্রত্যেকের জীবনেই ভালবাসা কিংবা রোমান্স সবেতেই কম বেশি প্রভাব থাকে সিনেমার। তাই প্রেমের দিনে প্রেক্ষাগৃহে ফিরেছে একাধিক প্রেমের ছবি। যার মধ্যে রয়েছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'তামাশা' এমনকি 'টাইটানিক'-ও।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (DDLJ)
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও কাজল অভিনীত আদ্যোপান্ত প্রেমের ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। রোম্যান্টিক হিরো হিসেবে টিনেজারদের মনে বসন্ত এনে দিয়েছিল এই ছবি। প্রেমের সপ্তাহে ফের বড় পর্দায় ফিরেছে DDLJ।
জব উই মেট (Jab We Met)
শাহিদ কপূর ও করিনা কপূর খান অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। প্রেম দিবসে ফের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে এই ছবি।
তামাশা (Tamasha)
২০১৫ সালে প্রথম মুক্তি পেয়েছিল রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি তামাশা। বক্স অফিসে দাগ না কাটতে পারলেও প্রেম দিবসে ফের মুক্তি পেল এই ছবি।
আরও পড়ুন- মরুপ্রান্তরের রাজমহলে হীর-রাঞ্জা, সিড-কিয়ারার বিয়ের ভিডিও দেখলে চোখ আটকে যাবে আপ
টাইটানিক (Titanic)
প্রেমের সপ্তাহে ফের মুক্তি পেয়েছে লিওনার্দো ডি'ক্যাপ্রিও ও কেট উইনস্লেট অভিনীত ছবি টাইটনিক।