সালটা ছিল ২০১১। ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখনও এতটা সচল ছিল না সমাজ মাধ্যম। তার মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল একটা নাম। পুনম পান্ডে। যিনি দাবি করেছিলেন, ভারত যদি বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন। বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু নিজের অবস্থান থেকে সরে এসেছিলেন পুনম। জানিয়েছিলেন, ওটা ছিল স্রেফ জনসংযোগের হাতিয়ার মাত্র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম জানিয়েছিলেন, সেই সময় তাঁর মাত্র ১৮ বছর বয়স ছিল। জীবনে কিছু বড় করার কথা ভাবতে শুরু করেছিলেন। তাই ওই চমকের কথা জানিয়েছিলেন। পরে অবশ্য ভারতীয় ক্রিকেট দলের কাছে ক্ষমা চেয়েছিলেন বলিউডের অভিনেত্রী।
বলিউড এবং দক্ষিণ মিলিয়ে গুটি কয়েক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে বেশি সক্রিয় ছিলেন সোশাল মিডিয়ায়।