বিয়ের কয়েকদিনের মাথাতেই মা হয়েছিলেন আলিয়া ভাট। জোর জল্পনা চলছে, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেগন্যান্সি নিয়েও। ক্যাট সুন্দরীর ছবিতে নাকি বেবি বাম্পও লক্ষ্য করেছেন কেউ কেউ৷ তবে কি সত্যিই দুই থেকে তিন হতে চলেছেন ভিকি ক্যাট? ক্যাটরিনা কইফ তাঁর বন্ধুদের বলেছিলেন, ‘আমি ছবির শ্যুটিং শেষ করার পরেই সন্তানের পরিকল্পনা করব।' কিন্তু, এই মুহূর্তে 'জি লে জারা তক' এর শ্যুটিং এ ব্যস্ত নায়িকা।
তবে প্রেগন্যান্সির খবরে কার্যত মুখে কুলুপই এঁটেছেন জুটি। অপেক্ষা ছাড়া উপায় নেই। এদিকে স্ত্রীর জন্মদিন উপলক্ষে শনিবার দু’জনকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। ভিকি এবং ক্যাটরিনা রাজস্থানে ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। রূপকথার মতো সেই বিয়ের সব ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।