‘পাঠান’ মুক্তির পরেই তিনি টের পাইয়ে দিয়েছিলেন বলিউডের কিং ফিরে এসেছে। আর ‘জওয়ান’ এর পর একথা কার্যত প্রমাণিত বলিউডের কিং একজনই শাহরুখ খান। ‘জওয়ান’ কার্যত বক্সঅফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই জওয়ান ৭৫ কোটি টাকা ঘরে তুলেছিল। তিন দিনের মাথায় জওয়ানের আয় ২০০ কোটি ছাড়িয়েছে।
'জওয়ান'-এর বিশ্বব্যাপী আবেদন অনস্বীকার্য, কারণ ছবিটি মাত্র দুই দিনের মধ্যে ২৪০কোটি টাকা ঘরে তুলেছে। শাহরুখ খানের নেতৃত্বে এবং অ্যাটলির পরিচালনায়, 'জওয়ান' দেশে এবং বিদেশে দুর্দান্ত সফল। যা বলিউডে নিঃসন্দেহে একটি মাইলফলক তৈরি করতে সক্ষম হয়েছে।