শুক্রবার আচমকাই অনুরাগীদেরকে নিরাশ করলেন কাজল (Kajol), জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছেন তিনি৷ এদিন সকালে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে কাজল লেখেন, 'জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি'। এরপরেই ক্যাপশনে তিনি জানান 'সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছি'। এরপরেই অনুরাগীরা চিন্তায় পড়ে যান। মন্তব্য বাক্সে ঝড়ে পড়েছে সেসব উদ্বেগ। সকলেই তাঁকে বোঝাচ্ছেন, “সময় নিন। খারাপ সময় আসে আবার চলেও যায়।”, আবার কেউ বলছেন, 'ঝড় ঝাপটা সামলে নিন৷ " শুধু তাইই নয় ১৪.৪ মিলিয়ন ফলোয়ার্সের ইন্সটাগ্রাম থেকে সমস্ত পোস্ট ও মুছে ফেলেছেন কাজল।
Parineeti-Raghav: বিটাউনে বিয়ের সানাই, কোথায় সাত পাকে বাঁধা পড়বেন রাঘব-পরিণীতি?
প্রশ্ন এখন একটাই কী হয়েছে অভিনেত্রীর? কেন এমন পদক্ষেপ? যদিও এসব কোনও কিছু নিয়েই বিশেষ খোলসা করেননি অভিনেত্রী। ইন্সটায় সক্রিয় ছিলেন কাজল। তবে তাঁর পোস্ট জুড়ে থাকত কেবল স্বামী, সন্তান সংসারেরই নানা ছবি। এই সিদ্ধান্তে কেউ কেউ ভাবছেন, তবে কি চিড় ধরল কাজলের সম্পর্কে?