আগেই জানিয়েছিলেন তাঁর জন্মদিনে বলিউডকে একটা গিফট দেবেন। বৃহস্পতিবারের বারবেলায় সেই গিফট দিলেন করণ জোহর। প্রকাশ করলেন তাঁর আগামী ছবি রকি অউর রানি প্রেম কাহানির পোস্টার। আগামী ২৮ জুলাই দেশ জুড়ে মুক্তি হতে পারে করণের পরবর্তী ছবি। চ্যাটার্জি বনাম রানধাওয়া, এই দুই পরিবারকে কেন্দ্র করে ছবির প্রেক্ষাপট। রণভীর-আলিয়ার দিকে তাকিয়ে বলিউড। এছাড়াও এই প্রথম একসঙ্গে জয়া-শাবানা। সঙ্গে ধর্মেন্দ্র। এই ছবি থেকে বাংলার প্রাপ্তি টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
পঞ্চাশ পেরিয়ে একান্নতে করণ। রাতে এলাহি পার্টির আয়োজন। তার আগে সামনে এল রকি অউর রানির অফিসিয়াল পোস্টার। রানধাওয়া পরিবারে প্রতিনিধি রণভীর সিং। আর চ্যাটার্জ্জিদের মেয়ে আলিয়া। তাঁদেরই প্রেম। সেই প্রেমেই মিশে আছেন জয়া বচ্চন, শাবানা আজমি এবং ধর্মেন্দ্রর মতো তারকারা। ইসিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রানের কলমের এগিয়েই যাবে ছবির গল্প।
প্রীতমের সুরে ফের মজতে পারেন বলিউড। দীর্ঘ সময়ের পর এই ছবিতে দেখা যাবে জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রকে। এবার অপেক্ষা ছবির প্রথম ঝলক মুক্তির।