শুরু সেই 'স্টুডেন্টস অফ দ্য ইয়ার' থেকে, শেষ কাজ 'রকি অর রানি কি প্রেম কাহানি'- পরিচালক করণ জোহরের আলিয়া প্রীতি সম্পর্কে কম বেশি সকলেরই জানা। ফের করণের ছবিতে আলিয়া-রাজ। দিন কয়েক আগেই একটি সাক্ষাৎকারে, কোনও ঢাক ঢাক গুড়গুড় ছাড়াই করণ সাফ জানিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাটের প্রতি তাঁর ভালবাসার কথা। তিনি জানিয়েছিলেন নেপোটিজম নিয়ে যতই বিতর্ক হোক না কেন আলিয়া তাঁর সন্তানের থেকে কম কিছু নয়।
Raghav Chadha-Kejriwal: পঞ্জাব ও দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢোলের তালে নাচলেন রাঘব, ভিডিয়ো দেখেছেন?
করণের আসন্ন প্রজেক্টের নায়িকাও হতে চলেছেন আলিয়া ভাট। ‘জিগরা’র টিজার শেয়ার করে তিনি লিখলেন, ‘ফের আসছে আমার জিগরা’ , জিগরার অর্থ সাহসী। ভাসান বালার পরিচালনা, ধর্মা প্রডাকশনের প্রযোজনায় ছবি মুক্তি পাবে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর।