পরিচালক হনসল মেহেতার আসন্ন ছবি ‘বাকিংহাম মাডার্স’ -এ নয়া অবতারে ফিরছেন অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor)। এবার তিনি গোয়েন্দা। প্রথম বার গোয়েন্দা চরিত্রে করিনা, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক। জানা যাচ্ছে,বলিউডের অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ 'মেয়ার অফ ইস্টটাউন' এ কেট ইস্টটাউনের অভিনীত চরিত্রের আদলেই করিনার চরিত্র নির্মিত হয়েছে।
এক সাক্ষাৎকারে, করিনা জানান, মেয়ার অফ ইস্টটাউন তাঁর অত্যন্ত প্রিয় একটা সিরিজ। জীবনে প্রথম বার গোয়েন্দা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি ধন্য বলেও জানান। এছাড়া সুজয় ঘোষের একটি থ্রিলারের শ্যুটিং ও সদ্যই শেষ করেছেন সইফ ঘরনী৷