তিনি নবাব ঘরণী, সঙ্গে দুই সন্তানের মা। পেশা এবং সংসার শক্তহাতে সামলাতে জানেন বলিউডের বেবো। জেহ এবং তৈমুরকে সমানভাবে সময় দিয়ে আসছেন ছোট থেকেই। তবে বাবা-মায়ের থেকে কোনও অংশেই কম নয় তৈমুরের জনপ্রিয়তা। সম্প্রতি তৈমুরের স্কুলে ছিল, স্পোর্টস এর অনুষ্ঠান। সেখানে করণ, করিনা ধরা পড়লেন এক ফ্রেমে। স্পোর্টসে মেডেল জিতেছে তৈমুর, আর তাতেই বেজায় খুশি মা।
ছেলের মেডেল গলায় ঝুলিয়ে বসে থাকতে দেখা যায় বেবোকে। ছেলে ব্রোঞ্জ জিতেছে। এই ব্রোঞ্জ তার কাছে সোনার থেকে কম কিছু নয় বলেও জানান তিনি। করিনা জানান , “আমার ছেলে পদক জিতেছে। আমি গর্বিত।