ইন্সটাগ্রাম প্রশ্নোত্তর পর্বে সানি লিওনিকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর প্রিয় ফুটবলার কে? লিও মেসি না রোনাল্ড। অভিনেত্রী জানিয়েছিলেন এদের কেউ নন। বরং তাঁর উত্তর ছিল কি জানেন? সুনীল ছেত্রী৷ সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) নিয়ে সানির ইনস্টা স্টোরি নিমেষেই ভাইরাল হয়ে যায়।
Emergency: 'ইন্দিরা মানেই ইন্ডিয়া!’ প্রকাশ্যে কঙ্গনা পরিচালিত 'এমারর্জেন্সি'র টিজার
এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় এই অধিনায়ক। নিয়ম করে গোল করছেন। সম্প্রতি অধিনায়ক জানান, তাঁদের পরিবার বড় হতে চলেছে। তিনি বাবা হতে চলেছেন। সুনীলের এই ঘোষণায় আপ্লুত ভারতীয় ফুটবলের ভক্তরা।