দিন কয়েক আগেই মরুশহরের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। শোনা গিয়েছিল, দিদি প্রিয়াঙ্কা চোপড়ার পথে হাঁটবেন পরিণীতি। নিজের বিয়ের আসর বসাবেন রাজস্থানে। এবার সেই খবরেই সিলমোহর পড়ল।
জানা গিয়েছে, রাজনীতিক রাঘবের সঙ্গে অভিনেত্রী পরিণীতি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন উদয়পুরের এক বিলাসবহুল রিসর্টে। বাগান, লেক-সহ মরুশহরের অনবদ্য এক লোকেশনে নিজেদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছেন তাঁরা।
আরও পড়ুন - লিঙ্গসাম্যের লড়াইয়ে আয়ুষ্মান, LGBTQ-কমিউনিটিকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নিলেন উদ্যোগ
কানাঘুষো শোনা যাচ্ছে শীতকালেই বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। তবে, ঠিক কোন মাসে বিয়ের সানাই বাজবে তা এখনও জানা যায়নি।