রবিবার চার হাত এক হবে পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার (Parineeti Chopra-Raghav Chaddha Wedding)। শনিবার হলদি ও মেহন্দি অনুষ্ঠান। এরপর হবে সঙ্গীত। এদিন সকাল থেকেই অতিথিরা উদয়পুরের ভেন্যুতে আসতে শুরু করেছেন। শনিবার দেখা গিয়েছে মোটিভেশনল স্পিকার ব্রহ্মকুমারী শিবানী, রাজনীতিবিদ সঞ্জয় সিংদের মতো অতিথিদের।
শনিবার সকালে আসার কথা ছিল দিদি প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু প্রিয়াঙ্কা আসবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আমন্ত্রণ কার্ড অনুযায়ী, শনিবার দুপুর ১টায় অতিথিদের জন্য লাঞ্চের ব্যবস্থা ছিল। সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা নয়ের দশকের থিম পার্টি। লীলা প্যালেসে হবে কিছু অনুষ্ঠান। রাঘবের বাড়ির অনুষ্ঠান হবে উদয়পুরের তাজ লেক প্যালেসে।
আরও পড়ুন: রাঘব-পরিণীতির বিয়েতে কি আসবেন না প্রিয়াঙ্কা, তৈরি হয়েছে ধোঁয়াশা
গত বৃহস্পতিবারই উদয়পুরের ভেন্যুতে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। ইনস্টাগ্রামে ভেন্যুর ছবিও শেয়ার করেছেন তিনি। রাঘব চাড্ডার আত্মীয় ও ডিজাইনার পবন সচদেবাও ইনস্টাগ্রামে ভেনুর ছবি পোস্ট করেছেন।