শুক্রবার সকালের অপ্রত্যাশিত এক দুঃসংবাদে তোলপাড় হয়ে যায় বিনোদন জগৎ। মৃত্যুর মাত্র তিন দিন আগে মুম্বইয়ের একটি পার্টিতে গিয়েছিলেন পুনম পাণ্ডে। তখনও, কেউ জানে না ক্যানসারে ভুগছিলেন পুনম। এমনকি পুনমের মুখেও কখনও এই কথা শোনা যায়নি। তাই হঠাৎ, অভিনেত্রীর মৃত্যুর খবর মানতে পারছেন না অনেকেই। কিছুদিন আগে পুনম জানিয়েছিলেন, বড় খবর দিতে চলেছেন।
Poonam Pandey Death : ভারতীয় ক্রিকেটের প্রথম চিয়ার লিডার, ধোনির বিশ্বকাপ জয়ে কি বলেছিলেন পুনম পান্ডে ?
তিনি কি আগেভাগেই নিজের মৃত্যুর কথা টের পেয়েছিলেন? নাকি কোনও পাবলিসিটি স্টান্টের পরিকল্পনা করছিলেন তা তিনিই বলতে পারবেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘খুব বড় খবর দেব আপনাদের। আসলে আমার চমক দিতে ভাল লাগে।”