ক্যান্সার নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে নিজের মৃত্যু নিয়েও ছেলে খেলা করেছেন পুনম পাণ্ডে তা নিয়েই শনিবার দুপুর থেকে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজনদের পাশাপাশি এহেন অবিবেচক কাজের জন্য পুনমের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন বলিপাড়ার একাধিক সেলেবরা। এমনকি পুনমকে গ্রেফতারের দাবিও উঠেছে। রাখি সাওয়ান্ত, একতা কাপুর, শরদুল পন্ডিত, আলি গোনি থেকে শুরু করে একাধিক বলি পড়ার সেলেবরা রেগে গিয়েছেন পুনমের উপর।
রাখির কথায়, এভাবে কোন প্রচার হতে পারে না। শরদুল পন্ডিত নিজের মা কে হারিয়েছেন ক্যানসারে। তিনি জানিয়েছেন, শুক্রবার পুনমের জন্য কেঁদেছেন তিনি। কিন্তু আজ তাঁর লজ্জা লাগছে পুনমকে নিয়ে।
আরও পড়ুন - 'ভালবাসিইইইই', প্রয়াত স্বামীর সঙ্গেই দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন টলিপাড়ার অভিনেত্রীর
একতা কাপুর সরাসরি পুনমের প্রোফাইলে গিয়ে লেখেন, এমন অসংবেদনশীল প্রচারকারী সংস্থাকে ব্যান করা উচিত। পুনম ও তাঁর PR টিমকে বয়কটের ডাক দিয়েছেন আলি গোনি।