উদয়পুর শহরে বসেছে বিয়ের আসর। বিমানবন্দর থেকে শুরু আয়োজন। রবিবার লেক পিচোলা হ্রদের ধারে বসছে রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া (Raghav-Pareeniti Wedding) সাতপাকে বাঁধা পরবেন। আমন্ত্রিত তাবড় তাবড় অতিথি। কিন্তু বোনের বিয়েতে দিদি প্রিয়াঙ্কাই (Priyanka Chopra) নাকি থাকতে পারবেন না। এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
শনিবার আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল প্রিয়াঙ্কার। সঙ্গে আসার কথা ছিল মেয়ে মালতী চোপড়ারও। স্বামী নিক আগেই জানিয়েছিলেন, তিনি থাকতে পারবেন না। এবার জানা গিয়েছে, প্রিয়াঙ্কা নিজেও থাকতে পারবেন না। প্রিয়াঙ্কার মা ও ভাই ইতিমধ্যেই উদয়পুরে আছেন।
আরও পড়ুন: কড়া নিরাপত্তা মাছি গলার উপায় নেই, রাঘব-পরিনীতির বিয়েতে ব্যবহার করা যাবে না ফোনও
গতবার বাগদানেও একদিনের মধ্যেই এসে ফিরে যান প্রিয়াঙ্কা। 'সিটাডেল'-এর প্রচারে ব্যস্ত ছিলেন। এবার বিয়েতেও কি তিনি থাকবেন না। এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।