তিনি ভারতীয় অভিনেত্রী। সেই কারণে তাঁকে বিশেষ অঞ্চলের দর্শকরা পছন্দ করেন শুধু। বাকিরা তাঁকে নাও পছন্দ করতে পারেন। হলিউডে কাজ শুরু করার সময় এমন ভাবনার শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ফলে বৈষম্যের শিকারও হতে হয়েছে তাঁকে। পরে বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে প্রযোজক ও পরিচালকদের একের পর এক কাজ করে পরিস্থিতি বদল হলেও সম্প্রতি অতীতের সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন প্রিয়াঙ্কা।
অভিনেত্রীর কথায়, বর্তমানে স্ট্রিমিং বিশ্বায়নে সাহায্য করছে। যার ফলে, আঞ্চলিক অভিনেতা, এই ধারণা বদলে গিয়েছে। স্ট্রিমিং আসার পরে শিল্পের বিশ্বায়ন জরুরি হয়ে পড়েছিল। এমনকি তিনি এটাও বলেন, ভারতীয় অভিনেত্রী বলে তাঁর অভিনয়ের দক্ষতা সীমাবদ্ধ, এই ধারণার বদল ঘটেছে স্ট্রিমিং আসার পরে ।
আরও পড়ুন - পিরিয়ড ড্রামা দিয়ে ওটিটি-তে অভিষেক বুম্বাদার, বিপরীতে অদিতি রাও হায়দারি
প্রিয়াঙ্কার মতে, তাঁর সহশিল্পীরাও একই ভাবে নিজেদের 'কমফোর্ট জ়োন' থেকে বেরিয়ে অনবরত বিভিন্ন ধরনের কাজ করেছেন। যাতে তাঁরা আর আঞ্চলিক অভিনেতা হিসেবে সিমাবদ্ধ না থেকে গোটা বিশ্বের দর্শকের কাছে শিল্পী হিসাবে তাঁদের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন।