প্রোজেক্ট কে' বদলে গেল 'কল্কি' নামে। ২১ শে জুলাইয়ের সকালে নতুন নামেই সামনে এল টিজার। নতুন নাম হল 'কল্কি 2898 এডি' (Kalki 2898 AD)। শুধু নামেই চমক নয়, টিজার সামনে আসতে দেখা গেল আরও একজনকে। কে তিনি?
তিনি শাশ্বত চট্টোপাধ্যায়। খবর ছিল প্রভাস ও দীপিকার সঙ্গে এই সিনেমায় থাকবেন তিনিও। সিলমোহর পড়ল টিজারে।
নাগ অশ্বিনের এই গ্যালাকটিকোয় অমিতাভ বচ্চন, কমল হাসানের মতোও ভারতীয় সিনেমার মহাতারকাদের পাশে দেখা যাবে বাংলার শাশ্বতকেও।
ছবির টিজারে ১৯ সেকেন্ডের মাথায় দুর্দান্ত লুকে দেখা গিয়েছে শাশ্বতকে। যিনি ইতিমধ্যেই ঝড় তুলেছেন 'আবার প্রলয়ের' ট্রেলারে।
ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি। ছবির নাম বদলে আগামী বছরের ২১ জানুয়ারি ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি৷ অপেক্ষা, পরিচালক নাগ অশ্বিনের নতুন চমকের। ছবির নাম বদলের পাশাপাশি, যিনি এই ছবিতে কামাল হাসান এবং অমিতাভ বচ্চনকে ৩৮ বছির পর এক সুতোয় বেঁধেছেন