বলিউড মডেল অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জড়ায়ুর ক্যানসার নয়। পুনমের প্রাণ কেড়েছে অতিরিক্ত মাদক সেবন। সম্প্রতি এমনটাই জানিয়েছে একটি জাতীয় সংবাদমাধ্যম। এমনকি এই সংবাদমাধ্যম খুব শীঘ্রই এ নিয়ে বিস্তারিত তথ্য ফাঁস করবে বলেও জানিয়েছে।
শুক্রবার গোটা দেশকে হতবাক করে দিয়েছিল অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যু সংবাদ। মাত্র ৩২ বছর বয়সেই প্রিয় অভিনেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। অনেকেই ভেবেছিলেন হয়ত স্পটলাইটে আসার জন্যই এহেন রটনা। এখনও পুনমের মৃত্যু নিয়ে মুখ খোলেনি তাঁর পরিবার। এর মধ্যেই সংবাদমাধ্যমের দাবি ঘিরে বেড়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন - 'বড় খবর দেব, আমার চমক দিতে ভাল লাগে', মৃত্যুর আগে টের পেয়েছিলেন পুনম?