তিলোত্তমায় রকি রানি। যোগ্য সংগত দিতে মঞ্চে উপস্থিত ছিলেন 'বাবা মা' টোটা চূর্নীও৷ সোমবার সকালেই কলকাতায় পৌঁছেছেন রণবীর-আলিয়া। সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোর আবহে তৈরি এজ ছবির চতুর্থ গান 'ধিন্ডোরা বাজে রে' এর মিউজিক লঞ্চেই কলকাতায় এসেছেন এই জুটি৷
Honey Bafna's new serial : নতুন ধারাবাহিকে ফিরছেন 'সোহাগ জল'-এর শুভ্র, কার সঙ্গে জুটি বাঁধবেন হানি ?
আসলে, আর টলিউড বলিউডের ভেদাভেদ নেই। নিমেষে বাঙালি সাজছেন বলিউডের তাবড় অভিনেত্রীরা কিংবা টলিউডে অভিনয় করছেন বলিউডি স্টাররা। করণ জোহারের আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে আলিয়া বাঙালি মেয়ে। ইতিমধ্যেই ট্রেলারে তাঁর মুখে শোনা গিয়েছিল 'খেলা হবে', কিন্তু রবিবার সেন্সর বোর্ড এই সংলাপে কাঁচি চালিয়েছে, বাদ দেওয়া হয়েছে আরও একাধিক দৃশ্য। ধুতি পাঞ্জাবিতে সেজেছেন টোটা, আলিয়া চূর্নীর পরনে শাড়ি, রণবীর নিজের স্টাইলেই। 'ধিন্ডোরা বাজে রে' গানে আলিয়াকে লাল শাড়ি ও রণবীরকে লাল পাঞ্জাবি পরে দুর্গা পুজো মণ্ডপে নাচতে দেখা গিয়েছে। সোমবার এই গানই প্রথম চলল তিলোত্তমায়৷