আগ্নেয়াস্ত্র রাখার লাইন্সেস পেলেন সলমন খান (Salman Khan) । পঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালার খুনের পর সলমনও খুনের হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ । মুম্বই পুলিশ (Mumbai Police) জানিয়েছে, বেশ কয়েকদিন আগে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য বন্দুক রাখার অনুমতি চেয়েছিলেন সলমন । সেই প্রেক্ষিতে মুম্বই পুলিশ ভাইজানকে নিজের কাছে বন্দুক রাখার অনুমতি দিয়েছে (Salman gets arm license) ।
জুন মাসে সলমনের বাবা সেলিম খান প্রাতর্ভ্রমণের সময় একটি হুমকি চিঠি পান তাঁদের বাড়ির চত্বরে । হিন্দিতে লেখা ছিল সেই চিঠি । সেখানে লেখা ছিল,গায়ক সিধুকে যেমনভাবে খুন হয়েছে, ঠিক একই পরিণতি হবে তাঁর ও তাঁর ছেলের একই পরিণতি হবে । এরপরেই গত মাসে মুম্বইয়ের পুলিশ কমিশনার বিবেক ফানসলকরের সঙ্গে দেখা করে সলমন । তখনই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চান বলে সূত্রের খবর । মুম্বই পুলিশ সূত্রে খবর, এরপর পুলিশের সদর দফতরে সলমনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয়, যা বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য বাধ্যতামূলক ।
আরও পড়ুন, Ismart Jodi Finale : ইস্মার্ট জোড়ি জিতলেন সৌরভ-সুস্মিতা, দর্শকদের ভোটে সেরা রাজা-মধুবনী
অন্যদিকে, সলমনের মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বরে একটি বুলেটপ্রুফ গাড়ি দেখা গিয়েছে । এই গাড়ি সলমনের বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অন্যতম অভিযুক্ত সলমন খান । সূত্রের খবর, তারপর থেকেই সলমনকে নিজের শত্রু হিসেবে মনে করে লরেন্স বিষ্ণোই । এর আগে ২০১৮ সালে সলমন খানকে খুনের হুমকি দিয়েছিল সে । সম্প্রতি, গায়ক মুসেওয়ালাকে হত্যার পর কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোই সলমনকেও খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে ।